---Advertisement---

ভারতীয় রিজার্ভ ব্যাংক এপ্রিল মাস থাকে নিয়ে এলো কৃষক এবং ব্যাবসায়ীদের জন্য বড়ো সুখবর।

---Advertisement---

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) আগামী ১লা এপ্রিল থেকে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং (PSL) নীতিতে বড় রকমের পরিবর্তন আনছে। এই সংস্কার কৃষক, মধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সবুজ শক্তি খাতের জন্য এক দারুন সুযোগ হতে চলেছে । চলুন বিস্তারিতভাবে জেনে নিই কী কী পরিবর্তন আসছে:

গৃহঋণে বড় সুরাহা: এখন সহজে মিলবে বাড়ির লোন

১। আগে: ৩৫ লাখ টাকা (PSL আওতায়)

২। এখন: ৫০ লাখ টাকা পর্যন্ত হোম লোন PSL-এর অন্তর্ভুক্ত

৩। প্রভাব: মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু-এর মতো শহরে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি

কৃষকদের জন্য দ্বিগুণ সুযোগ

১। কৃষি উৎপাদক সংস্থাগুলি এখন ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে (আগে ৫ কোটি)

২। বিশেষত্ব: ফসল সংরক্ষণ ও কোল্ড স্টোরেজ নির্মাণে সহায়ক

সবুজ ভারতের দিকে বড় পদক্ষেপ

১। সৌরশক্তি প্লান্ট স্থাপনে আগের চেয়ে ৪০% বেশি সহায়তা

২। লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদন

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুবিধা

খাতআগের সীমানতুন সীমা
শিক্ষা ঋণ১৫ লাখ২৫ লাখ
হাসপাতাল৮ কোটি১২ কোটি

আরবিআই নতুন ঋণ নীতি ২০২৫, PSL লোন সুবিধা, কৃষি ঋণ সীমা বৃদ্ধি, গৃহঋণ নিয়ম, সবুজ শক্তি প্রকল্প ঋণ, RBI প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। এই প্রতিবেদনটি RBI-এর অফিসিয়াল নোটিফিকেশন, আর্থিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার এবং ব্যাংকিং সেক্টরের ডেটা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তথ্যগুলি ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রযোজ্য।

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a comment