---Advertisement---

মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় আইপিএল জয়। কে কত টাকা পেলো, কি কি পুরস্কার পেলো দেখে নিন।

---Advertisement---

উইমেন্স প্রিমিয়র লিগ (WPL) ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে । দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তারা ৬ কোটি টাকার পুরস্কার পেয়েছে । অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্স শিল্ড ও ৩ কোটি টাকা পেয়েছে। এই টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারেও মুম্বইয়ের দাপট ছিল চোখে পড়ার মতো।

ফাইনালে কে কত টাকা পুরস্কার পেলো

চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স: ৬ কোটি টাকা
রানার্স-আপ দিল্লি ক্যাপিটালস: ৩ কোটি টাকা

অরেঞ্জ ক্যাপ,পার্পল ক্যাপ,মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্ট

পুরস্কারবিজয়ীকৃতিত্ব
অরেঞ্জ ক্যাপন্যাট শিভার-ব্রান্ট১০ ম্যাচে ৫২৩ রান সংগ্রহ করে দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছেন।
পার্পল ক্যাপঅ্যামেলিয়া কের১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে অসাধারণ বোলিং গড় ও ইকনমি রেট প্রদর্শন করেছেন।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারন্যাট শিভার-ব্রান্টব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়ে ৫২৩ রান ও ১২ উইকেট নিয়েছেন।

ফাইনাল ম্যাচের বিশেষ পুরস্কার

পুরস্কারবিজয়ীপুরস্কার মূল্য
সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচমারিজান কাপগাড়ি
সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচহরমনপ্রীত কৌরট্রফি ও ১ লক্ষ টাকা
ক্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচঅ্যামেলিয়া কেরট্রফি ও ১ লক্ষ টাকা
গ্রিন ডট বল অফ দ্য ফাইনাল ম্যাচমারিজান কাপস্মারক ও ১ লক্ষ টাকা
ফাইনালের সেরা ক্রিকেটারহরমনপ্রীত কৌর২.৫ লক্ষ টাকা ও ট্রফি

 টুর্নামেন্টের অন্যান্য পুরস্কার

পুরস্কারবিজয়ীপুরস্কার মূল্য
সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচমারিজান কাপগাড়ি
সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচহরমনপ্রীত কৌরট্রফি ও ১ লক্ষ টাকা
ক্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচঅ্যামেলিয়া কেরট্রফি ও ১ লক্ষ টাকা
গ্রিন ডট বল অফ দ্য ফাইনাল ম্যাচমারিজান কাপস্মারক ও ১ লক্ষ টাকা
ফাইনালের সেরা ক্রিকেটারহরমনপ্রীত কৌর২.৫ লক্ষ টাকা ও ট্রফি

WPL 2025 ছিল এক উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। মুম্বই ইন্ডিয়ান্স তাদের দক্ষতা ও টিমওয়ার্কের মাধ্যমে শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে। দিল্লি ক্যাপিটালসের জন্য এটি ছিল আরও একবার ব্যর্থতার গল্প। আগামী সিজনে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় রইলাম।

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a comment